বিসমিল্লাহহির রাহমানির রাহিম।
সবাইকে অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মানে আনন্দ আর খুসি। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে লিখবো সেটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সেই কালজয়ী গান, যা প্রত্যেক ঈদুল ফিতরের ব্যবহৃত হয়ে থাকে সেই গানটি নিয়ে। আর গানটি সম্পর্কে বলছি আপনারা বুঝতেই পারছেন। গানটি আর কোন গানে নয় সেই গানটি হল""" ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ""গানটি কবে কোথায় কখন কিভাবে কার কন্ঠে প্রকাশ পেল আজকে আপনাদের সে বিষয় সম্পর্কে জানাও আশা করি সবার ভালো লাগবে।
প্রথমেই আমি কালজয়ী সেই গানটির সম্পূর্ণ কথা আপনাদের জন্য তুলে ধরলাম
ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
এখন আপনাদের এই গানটি সম্পর্কে বিস্তারিত জানাব সঙ্গে থাকুন
প্রথম রেকর্ডিং
১৯৩১ সালে লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে এই রেকর্ড প্রকাশ করা হয়। গ্রামাফোন কোম্পানি এর রেকর্ড প্রকাশ করে। রেকর্ডের অপর গান ছিল কবির ‘ইসলামের ওই সওদা লয়ে এলো নবীন সওদাগর, বদনসীন আয়, আয় গুনাহগার নতুন করে সওদা কর। হিজ মাস্টার্স কোম্পানির রেক রেকর্ড নম্বর এন- ৪১১১। প্রকাশকাল : ফেব্রুয়ারি ১৯৩২ খ্রিস্টাব্দ।
ঈদের সকাল এসএমএস পেতে ক্লিক করুন
ঈদ মোবারক এসএমএস
tag +
ঈদুল ফিতর ফুল সং ঈদের গান ও মন রমজানের ঐ রোজার শেষে গান সম্পূর্ণ দাম কত সালে রেকর্ড করা হয় শিল্পী কে
সবাইকে অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মানে আনন্দ আর খুসি। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে লিখবো সেটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সেই কালজয়ী গান, যা প্রত্যেক ঈদুল ফিতরের ব্যবহৃত হয়ে থাকে সেই গানটি নিয়ে। আর গানটি সম্পর্কে বলছি আপনারা বুঝতেই পারছেন। গানটি আর কোন গানে নয় সেই গানটি হল""" ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ""গানটি কবে কোথায় কখন কিভাবে কার কন্ঠে প্রকাশ পেল আজকে আপনাদের সে বিষয় সম্পর্কে জানাও আশা করি সবার ভালো লাগবে।
প্রথমেই আমি কালজয়ী সেই গানটির সম্পূর্ণ কথা আপনাদের জন্য তুলে ধরলাম
ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
এখন আপনাদের এই গানটি সম্পর্কে বিস্তারিত জানাব সঙ্গে থাকুন
প্রথম রেকর্ডিং
১৯৩১ সালে লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে এই রেকর্ড প্রকাশ করা হয়। গ্রামাফোন কোম্পানি এর রেকর্ড প্রকাশ করে। রেকর্ডের অপর গান ছিল কবির ‘ইসলামের ওই সওদা লয়ে এলো নবীন সওদাগর, বদনসীন আয়, আয় গুনাহগার নতুন করে সওদা কর। হিজ মাস্টার্স কোম্পানির রেক রেকর্ড নম্বর এন- ৪১১১। প্রকাশকাল : ফেব্রুয়ারি ১৯৩২ খ্রিস্টাব্দ।
ঈদের সকাল এসএমএস পেতে ক্লিক করুন
ঈদ মোবারক এসএমএস
tag +
ঈদুল ফিতর ফুল সং ঈদের গান ও মন রমজানের ঐ রোজার শেষে গান সম্পূর্ণ দাম কত সালে রেকর্ড করা হয় শিল্পী কে
EmoticonEmoticon