বন্ধুতে আলো, বন্ধুতে ভয়, বন্ধুতে শক্তি, বন্ধুতে জয়... পুকুরেতে কদম গাছ, কত কদম ধরে,আমার একটা বন্ধু আছে রাস্তা, রাস্তায় ঘুরে।
১-৭ বছরেরমেয়েরা ভালবাসে মাকে.৮-১৬ বছরেরমেয়েরা ভালবাসে বাবা- কে.২৬-৫০বছরেরvমেয়েরা ভালবাসে স্বামী-কে. ….২৬-৫০বছরেরvমেয়েরা ভালবাসে স্বামী-কে.কি খুঁজতেছেন???ওহহ্যাঁ মনে পড়েছে,১৭-২৫বছরেরমেয়েরা কাকে ভালবাসে তা তো??? ১৭-২৫ বছরেরমেয়েরা ভালবাসে শুটাকা আর টাকাকে!
যে বন্ধু সুদিনে ভাগ বসায়,, আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,, সেই তোমার সবচেয়ে বড় শত্রু..!!
বন্ধু... কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল । জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই । চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব। তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই হবেনা বন্ধুত্বের পুর্ন দাবী, হতে হবে বন্ধুর মতো বন্ধু। কথায় আছে Friends Never Die. বন্ধু কখনো মরেনা।
বন্ধু তুমি আপন হয়ে,, বাধলে বুকে ঘর.. কষ্ট পাব আমায় যদি,, করে দাও পর.. সুখের নদী হয়না যেন,, দুঃখের বালু চর.. সব সময় নিও বন্ধু আমার খবর..!!
বন্ধু তুমি আমার হৃদয়ের বাধন, আছো তুমি, থাকবে আমার....মিশে এ হৃদয়ে সারাটি জীবন.। বন্ধু তুমি আমার ভোরেরপাখি, হারিয়ে গেলে কভু দূর অজানায় আমায় তুমি খুজে নিবে নাকি.? বন্ধু তুমি আমার আশার আলো, দুই নয়নে তুমি ছাড়া আমি....যেন দেখি সব আধার কালো..।
বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি,একবার তুমি চোখের আড়াল হলে।বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন আছো তুমি থাকবে ভালবাসায়, আমার হৃদয়ে হাজার জনম জনম।
বুকের ভিতর মন আছে, মনের ভিতর তুমি , বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি...
তুমি কি জান ফুল কেন ফুটে? “তুমি দেখবে বলে”। তুমি কি জান আকাশ কেন কাদে? “তোমার মন খারাপ বলে”। তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন? “তুমি খুব ভাল বলে”। তুমি কি জান তুমি এত ভালো কেন? “তুমি আমার “ বন্ধু ” বলে।
"১৬ কোটি লোক, আটকোটি কাজ করে, ৩ কোটি স্টুডেন্ট, ২কোটি স্বপ্ন দেখে, ২কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৮ জন প্রেম করে, বাকি দুজন তুমি আর আমি চলো বন্ধুত্বকরি"
দুঃখ তুমি প্রমিস করো, আমায় চুবে না। সুখ তুমি প্রমিস কর, আমায় ছাড়বে না। চোখ তুমি প্রমিস কর, আমায় কাদাবে না। আর বন্ধু তুমি প্রমিস কর, আমায় ভুলবে না..!!
বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে, গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে... কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তন !!!
সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে। কারণ, সত্যিকারের বন্ধু সুখে -দুখে ছায়ার মতোই পাশে থাকে। জীবনে অনেক বন্ধু পাওয়া যায়। কিন্তু...... অনেকেই বন্ধু হয়, স্বার্থ উদ্ধারের চিন্তা নিয়ে। অনেক বন্ধু আছে, যারা শুধুই বন্ধু। না সুসময়ের না অসময়ের। আবার কিছু বন্ধু আছে, যাদের শুধু সুসময়ে খুঁজে পাওয়া যায়। দুঃসময়ে ইঙ্গিত পাওয়ার সাথে সাথেই কেটে পড়ে। তবে এমনও কিছু বন্ধু রয়েছে, যা হয়তো সময় যাবে থেমে,হয়তো সুর্য যাবে ডুবে,হয়তো কেউ রবে না পাশে,ভয় পেয় না তুমি হবেনা একা,হাত বাড়ালেই পাবে তুমি তোমার সজল বন্ধুর দেখা।
আকাশ দেখেছি,, নদী দেখেছি,, দেখেছি অনেক তারা.. দেখেনি আজ ও ফেসবুকে আমার আসল বন্ধু কারা...!!
নদীর পারে আমি একা.., নদী চলে আঁকা বাঁকা... আমি বন্ব্দু বড়ো একা..., এখন ভাবছি তোমার কথা... তোমার সাথে আমার কিগো..,কখনো হবেনা দেখা ?
গভীর বন্ধুত্ত্ব তখনই চরম শত্রুতায় রুপ নেয়, যখন একে অপরকে ভুল বুঝে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না, যার কারনে বন্ধুত্ত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিনত হবে। আর যদি এমন কিছু ঘটে, তবে বুঝতে হবে তা বন্ধুত্ত্ব ছিলো না।
ভালো একজন বন্ধু যতোই ভুল করুক , তাকে কখন্ও ভুলে যেও না। কারন,পানি যতোই ময়লা হোক, আগুন নিভাতে সেই পানিই সবচেয়ে বেশি কাজে লাগে।
""ভালবাসা তৈরী হয় ভাল লাগা থেকে," "স্বপ্ন তৈরী হয়,কল্পনা থেকে" "অনুভব তৈরী হয় অনুভূতি থেকে,""আর বন্ধুত্ব তৈরী হয়মনের গভীর থেকে।
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খঁাটি বন্ধুত্ব, যদি বন্ধু ভালো হয়-তাহলে সেখানে, অশ্রুর কোনো ঠাই নেই।।
তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না,তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে,তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।
"বন্ধু তো সবারই থাকে,তবে জড়িয়ে ধরে কাঁদতে পারারমত বন্ধু খুব কমই থাকে।"
একদিন হয়তো চলে যাবো পূথিবীর শেষ সিমানায়,সে দিন ও দেখবে তুমি আছি তোমার কিনারাই,স্রিতি হয়তো বলবে কথা,বলব নাক আমি, পারলে দিয় মনে একটু জায়গা যেথাই থাকব আমি।বন্ধু বল আমায় মনে রাখবে কি তুমি?
tag + বাংলা বন্ধুর sms প্রিয় বন্ধু sms বন্ধুকে পাঠানোর sms best friend sms সারা বন্ধুর sms friendship day sms friend wish sms বন্ধুকে পাঠানোর মেসেজ বন্ধুকে পাঠানোর বার্তা বন্ধুকে শুভেচ্ছা জানানোর sms friendship day wish bangla sms বন্ধুত্বের sms picture wallpaper বন্ধুকে পাঠানোর ছবি লেখা ছবি
EmoticonEmoticon