BANGLA novorsho chando mala sms pictures, বাংলা নববর্ষ ছন্দ মালা এসএমএস।


 বিসমিল্লাহির রাহমানির রাহিম।। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছার ও ভালবাসা।  নতু বছর কাটুক আপনার হাসি খুশি আর আনন্দে।  এই কানা করি বিধাতার কাছে। ।






বাংলা নববর্ষ ছন্দ মালা sms 


  -"আসছে নববর্ষ সাল পহেলা বৈশাখ"
-"আসছে আবার নববর্ষের হালখাতা বর্ষবরণ উৎসবে"
- তাই  তো আবার মেতে উঠবে জনতা।
গাঁয়ের মাঠেই বসবে আবার ;ঐ বৈশাখের  মেলা
ছোট্ট খোকা দোলনায় চড়ে আবার খেলবে মজার খেলা।
খোকা-খুকি ছন্দ পায়ে নাচবে হেলেদুলে।
খুশির স্রোতে ভেসে যাবে অতীতের চিন্তা।
বটের নিচে জমবে আবার পান্তা খাওয়ার ধুম
বর্গাচাষি করিম চাচার হারিয়ে গেছে ঘুম।



বৈশাখ এলে বৈশাখ এলে দালানবাসির মনে যত সুখ-রে
, ঘর নড়েবড় মানুষগুলোর মনে তত দুখ-রে।
গায়ের মানুষ ভয়ে কাঁপে এক্ষুণি যে নামবে ঝড়,
পুরান কালের গাছটা পড়ে শব্দ করে কড়মড়।
ক্ষেতের ফসল লণ্ড-ভণ্ড ঘূর্ণিঝড়ের কুস্তিতে, শূন্য ভিটায় নিঃস্বজনের ঘুম আসে না সুস্তিতে।




কে কে যাবে বৈশাখী মেলায় জমবে মেলা
পথে পথে সাজবে রঙ্গিন সাজে
মনের মাঝে তাকদুম তাকদুম বৈশাখী সুর বাজে।
লাল সাদা শাড়িতে সাজব পহেলা বৈশাখে
লাল সাদা ফুল মালা খোঁপায় নথ ঝুলাবো নাকে।
হেলে দুলে গানের মাঝে হারাবো এ বেলায় নাগরদোলায় চড়ব আমি বৈশাখী বটমেলায়।
পাতার বাঁশি হাতে নিয়ে সুর ছন্দে বাজাবো হরেক রকম আনন্দে মন আঙ্গিনা সাজাবো।
ফুলের মুকুট মাথায় নিবো ঠোঁটে লালের ছোঁয়া মণ্ডা মিঠাই সন্দেশ মিষ্টি কিনব মুড়ির মোয়া।
বৈশাখী মেলায় কে যাবে তোমরা এবার বলো?
দলে দলে বন্ধু সবাই প্রাণের মেলায় চলো।




এলো বৈশাখ লাগছে ভালো মন খুশিতে নাচছে ভাই,
আকাশজুড়ে এই আছে মেঘ চোখ ফেরালেই আবার নাই।
গাছে গাছে আমের মুকুল সুবাস ছড়ায় হাওয়াতে,
বৈশাখ এলো নদীর ধারে বট বৃক্ষের ছায়াতে।
বৈশাখ এসো নতুন দিনের স্বপ্ন এবং আশাতে।
বৈশাখ থেকো সবার প্রাণে পরম ভালোবাসাতে।
হরেক রকম কষ্ট কষ্ট বাড়ে চোখের জলে কষ্ট বুকের মাঝে,
হরেক রকম কষ্ট সদায় করুণ স্বরে বাজে ।
কষ্ট নামের নীল পাখিটা বন্দি মনের ঘরে, জমাট বাঁধা কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে।
কষ্ট আছে হাজার রকম নীল কালো আর লাল,
ধনী গরিব সবার মনে কষ্ট চিরকাল।



সাত পুরুষের ঋণ এক সময়ে আমরা ছিলাম মাছে ভাতে বাঙালি
সব হারিয়ে আজকে হলাম ভিন্ন পথের কাঙালি।
পাল্টে গেলে খাওয়ার ধরণ বলবে লোকে ভিনদেশী দিনে দিনে বাড়বে মোদের সাত পুরুষের ঋণবেশি।
কোন কালে কে ভাত খেয়েছে খুঁজতে হবে দূরবিনে বাজবে কি আর একতারাটা বাউলা গানের সুরবিনে!  


EmoticonEmoticon