একদিনেই মুখের ব্রণ দুর করার প্রাকৃতিক উপাই ১০০% কার্যকরি।

আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছো..? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা আজকে তোমাদের জানাবো কিবাবে মুখের ব্রন দূর করতে হয়। ব্রন মানুষের সৌন্দর্যময় চেহারা নস্ট করে ফেলে। তাই ব্রন মুক্ত মুখ আমাদের সবারই কাম্য।


আমরা জানি, দুশ্চিন্তার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ও পরিমিত ঘুম না হওয়ার কারণে দেখা দিতে পারে ব্রণ সমস্যা । মুখের ব্রন দুর করতে হলে অবস্যই পর্যাপ্ত ঘুমাতে হবে ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। এছাড়া আরো কয়েক পদ্ধতির সাহায্য নিতে পারেন উপকারে আসবে।



★★গ্রিন টি★★

গ্রিন টি এর লিকার ঠাণ্ডা করতে হবে মুখ ধুয়ে ফেলতে হবে । ঠাণ্ডা টি ব্যাগ ব্রণের উপর চেপে ধরে রাখলেও ব্রন কমে যাবে ।



★★মধু ও ওটমিল★★

 প্রতিদিন আধা কাপ মধুর সঙ্গে আপনি ১ কাপ ওটমিল মিশিয়ে ব্রণের উপর ভালো করে লাগান লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন।



★★পুদিনা, দই ও ওটমিল★★

মাত্র ২ টেবিল চামচ পুদিনা পাতা কুচির সঙ্গে ২ টেবিল চামচ টক দই ও ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া ভালোবাবে মেশান। তারপর মিশ্রনটি ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।



★★অ্যালোভেরা★★

 ব্রণ দূর করার অন্যতম হাতিয়ার হতে পারে অ্যালোভেরা। অ্যালোভেরার পাতা থেকে আপনি জেল সংগ্রহ করুন তারপর সরাসরি মুখে লাগান । আধা ঘণ্টা পরে ভালোবাবে ধুয়ে ফেলুন। আপনি চাইলে সারারাত রেখে উপকার পেতে পারেন দ্রুত। ।



★★লেবুর রস★★

 লেবুর রসের গুনাবালির কথা প্রায় সবারই জানা বন্ধুরা। আর মুখের ব্রন ও দাগ তুলতে এর তুলনা হয় না। আর আপনি লেবোর রসে তুলা ডুবিয়ে আপনার ব্রনের উপর মালিশ করোন কিছুক্ষন। একটু পরে মুখ ধুয়ে ফেলুন।

 (তথ্য: রিডার্স ডাইজেস্ট)


 আশা করি এই টিপস গুলো আপনাদের মুখের ব্রন দূর করতে সহয়তা করবে ১০০%। আর যদি আপনাদের কাছে আরো ভালো টিপস থাকলে কমেন্টে জানান আরেক জ নের উপকারে আসবে।



tag : মুখের ব্রন দুর করার প্রাকৃতিক উপাই, লেবুর রসের উপকারিতা, লেবুর রসের মাধ্যমে ব্রন দুর করার কৌসল,অ্যালোভেরার উপকারিতা,ব্রন দুর করার সিস্টেম, মধু, ওটমিল,পুদিনা পাতার উপকারিতা, গ্রীন টির উপকারিতা, ।


EmoticonEmoticon