বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বাংলা ধাঁধাঁ ২০২১
ছয় পা বারো হাঁটু, জাল ফেলেছে। মাছ নেই জল নেই, ডাঙাতেই থেকেছে।\দ
উত্তর: মাকড়শা।
চলতে চলতে তার চলা হয় ভার, আজব জিনিস মাথাটি কাটলে চলবে আবার।
উত্তর: পেন্সিল।
খেয়ালে ভোজন, ধ্যানে করে স্নান।দদ একসঙ্গে তিন কাজ, করে কোনজন......?
উত্তর: মাছরাঙা।
খাই কিন্তু দেখি নাই, খেয়ে খেয়ে মজা পাই।\n
উত্তর: বাতাস।
খুব ভোরেতে পাবে তাকে, সন্ধ্যে বেলায়ও পাবে। উপর থেকে দেখলে পরে, পড়বে তোমার চোখে।
উত্তর: শুকতারা।
চার বর্ণে ফলের নাম, সামনের তিনটি কেটে দিলে প্রয়োজনীয় একটি পানীয় হয়।
উত্তর: করমচা।
চার বর্ণের দেশ যে, খেলাধুলা করে। শেষের দুই বর্ণ বাদ দিলে তার থেকে জল পড়ে।
উত্তর: কলম্বিয়া।
আকাশ থেকে পড়ল গোটা তার মধ্যে রউ (রক্ত) যে না বলতে পারে সে পাগলের বউ।
উত্তর: কালো জাম।
উপরে তিতা ভিতরে মিঠা লেবুর দলে বাস। এই কথাটি বলতে গেলে লাগে তিন মাস।
উত্তর: জাম্বুরা।
উল্টে যদি দাও মোরে\n হয়ে যাব লতা কে আমি ভেবে-চিন্তে বলে ফেলো তা।
উত্তর: তাল।
ছোট্ট একটা ঘরের মধ্যে সাতটা বাড়ি যে না বলতে পারে তার সঙ্গে আড়ি।
উত্তর: চালতা।
বাগান থেকে আসল বুড়ি থালায় দিল প্রসাব করি
উত্তর: লেবু।
এতটুকু ঘর চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভেঙে আবার গড়া।
উত্তর: ঝিনুক।
তিন অক্ষরে নাম তার, মাঝের অক্ষর কেটে দিলে হয় রং। শেষের অক্ষর কেটে দিলে কঠোর পরিশ্রম।
উত্তর: কাজল।
জিনিসটার এমন কী গুণ টাকা করে দেয় দ্বিগুণ?ড়
উত্তর: আয়নার সামনে টাকা ধরুন।
একজন হাসে, একজন ভাসে একজন মাটিতে থাকে বসে।
উত্তর: শাপলা, ডাটা বা লাইল ও শামুক। ।
লক্ষ বছর ধরে থাকলেও এটিকে একটানা এক মাসের বেশি দেখি যায় না।
উত্তর: চাঁদ।
তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?
উত্তর: টাওয়েল বা গামছা।
ঘাড় আছে, মাথা নেই ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?
উত্তর: বোতল।
মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ বল তো জিনিসটার কী নাম?
উত্তর: মুজা/দস্তানা।
বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না আর?
উত্তর: মানুষের বয়স।
নয়া জামাই গোছল করে কোন সে বাপের ছা? শত কলসি পানি ঢাললেও ভেজে না তার গা।
উত্তর: কচুপাতা।
বন থেকে বাহির হয় ওঝা পাছায় লাঠি মাথায় বোঝা। এইটা কি?
উত্তর: আনারস।
শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার। চিতায় তারে পুড়িয়া মারে, তবু সে উহ আহ না করে।
উত্তর: সিগারেট।
দুই অক্ষরের নাম তার পৃথিবীতে থাকে। শেষের অক্ষর বাদ দিলে, সেই নামেই ডাকে!
উত্তর: কা কা।
গাছে নাই, পাতায় নাই। ফুলে আছে, ফলে আছে।
উত্তর: ল বর্ণ।
শুঁড় দিয়া কাজ করি, নাহি আমি হাতি। পরহিতে খাটি সদা, তবু খাই লাথি।
উত্তর: ঢেঁকি।
তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে, মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।
উত্তর: বিছানা।
তিন বর্ণে নাম তার পুস্প কুরে বাস, দুয়ে তিনে হের মোরে ফরেতে প্রকাশ এ তিনে যাহা পাও তারে খেরে সবে, বরো দেখি কোন নামে চলি ভবে।
উত্তর: বকুল ফুল।
মুখেতে খেলে চুমু হাসে খল খল পেটের মাঝে শুধু জল করে ছল ছল ।
উত্তর:১৯। হুক্কা
বেটির নাম পার্বতী নাচতে নাচতে গর্ভবতী ।
উত্তর:১৮। নাটাই সুতা
গলা জরিয়ে আসে রসিক যুবতী কোমরে বসায়ে সমতনে বসতি ।
উত্তর: ১৭। কলসি
শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ।
উত্তর:১৬। দরজার খিল
জামাই এল কাজে বলতে পারিনা লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে ।
উত্তর:১৫। গাই দোহান
দৌড়িয়ে গিয়ে জরিয়ে ধরে করছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি ।
উত্তর:১৪। খেজুর গাছ থেকে রস পড়া
চিৎ করে ফেলে উপর করে এমন করা করে, গহ্না শুদ্ধ নড়ে ।
উত্তর:১৩। গয়না পড়ে শীল পাটায় মসলা বাটা
এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া\n বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে ।
উত্তর:১২। দরজার খিল
পাচ বেটায় ধরে, বত্রিশ বেটায় করে এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে ।
উত্তর:১১। ভাত খাওয়া
হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ।
উত্তর:১০। শার্ট
দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া ।
উত্তর:৯। যাতি দ্বারা সুপারি কাটা
ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়েছরে পড়ে আঠা, বল, কি বুঝেছিস বেটা?\
উত্তর:৮। দোয়াত, কলম কালি
বুড়োদের ন’বার ছ’বার ছোকরাদের একবার ।
উত্তর:৭। সুই সুতা পরান
ঘসা দিলে মিটে আশা নইলে পড়ে সব নিরাশা ।
উত্তর:৬। ম্যাচ
আইছি কাজে, কইনা লাজে, আছে দুই লরা তার মাঝে ।
উত্তর:৫। গাভির দুধ
ঢোকেনা, তবুও ঢোকাও কেন পরের মেয়ে কাদাও, পারলে উত্তর দাও?
উত্তর:৪। হাতের চুড়ি
বিয়ের সময় দাদা দেয় একবার সারাজীবন বৌদি দেয় দেয় বারবার ।
উত্তর:৩। সিঁদুর
অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস ।
উত্তর:১। লবণ
কোন ড্রেস পৃথিবীর সবার আছে কিন্তু কেউ গায়ে পড়েনা। বলুন দেখি,,,?
উত্তরঃ এডড্রেস।
ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে ।
উত্তর:। তালাচাবি
tag+:; bangla koutuk, dada, বাংলা ধাধা, বোকা বানানোর ধাধাা,
EmoticonEmoticon