Showing posts with label ইসলামিক বিষয়. Show all posts
Showing posts with label ইসলামিক বিষয়. Show all posts

জীবন বদলে দেওয়ার মতো কথা/ উক্তি।

 আসসালামু আলাইকুম বন্ধুরা, । 

আশা করি আপনারা সবাই ভালো আছেন।  আজকে আপনার

দের জন্য কিছু জীবন বলতে দেয়ার মতো উক্তি নিয়ে আসলাম,। আশা করি ভালো লাগবে আপনাদে। 





★★হতাশ হবেন না★★


★★যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে

     প্রতারণা করবে, ভেঙ্গে পড়বেন না ।

     মনে রাখবেন, হজরত ইউসুফ (আ:) আপন

     ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন । ★★


★★যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে 

     দাঁড়াবেন,  ভেঙ্গে পড়বেন না ।

     মনে রাখবেন, হজরত ইব্রাহিম (আ:) নিজ

     পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন । ★★


★★যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার

    আর কোন উপায়ান্তর খুঁজে না পান, আশার

    শেষ আলোটুকুও দেখতে না পান,  ভেঙ্গে 

    পড়বেন না।

    মনে রাখবেন, হজরত ইউনুস আ: মাছের পেটের

    অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন । ★★


★★ যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা

     হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে

    পড়বেন না, এসবে কান দিবেন না ।

     মনে রাখবেন, হজরত আয়শা সিদ্দিকা (রা:)

    এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল । ★★


★★যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায়

     ক★★তরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না ।

     মনে রাখবেন, হজরত আইয়ুব (আ:) আপনার

    চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন । ★★


★★যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে

    পড়বেন না ।

    স্মরণ করুন, হজরত আদম (আ:) কে

    প্রথমে একাকী সঙ্গীবিহিন সৃষ্টি করা হয়েছিল । ★★


★★যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি

    অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন

    কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হজরত নুহ

    (আ:) এর কথা, যিনি অসময়ে কিস্তি/নৌকা

    তৈরি করেছিলেন । ★★


★★যখন আপনি পরিবার, আত্মীয় - সজন, বন্ধু -

     বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে

    কৌতুকের পাত্রে পরিণত হবেন,  ভেঙ্গে পড়বেন

     না ।

     স্মরণ করুন, আমাদের প্রিয় নবী হজরত

     মুহাম্মদ (স:) এর কথা, যিনি তাঁর আপনজনের

     হাসি - তামাশার পাত্রে পরিণত হয়ে ছিলেন । ★★


★★যখন আপনাকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করা হবে  

    হতাশ হবেন না।

    মনে রাখবেন,হযরত ঈসা আঃ কে শূলে চড়ানোর  

    ষড়যন্ত্র করা হয়েছে। ★★


★★আল্লাহ্ তায়ালা তার প্রেরিত সকল পয়গম্বরগণকেই  

    পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে

    উদ্ধার করেছিলেন ।

    এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে

    পরবর্তী উম্মাহ ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট

    সহ্য করতে পারে । ★★

                          

                             

    ** আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন **



Happy New Year 2022 picture photo image free Download,

 Bismillahir Rahmanir Rahim 

Happy New Year 2022 picture 


























Happy new Year  cover photo


























Happy new year notun photo 

































































Happy new year card 
















Happy new year sms 


















মাহে রমজান ১৪৪২/ ২০২১ সাহরি ও ইফতার এর সময় সূচী ফ্রী ডাউনলোড।

বিসমিল্লাহির রহমানির রহিম। 

মাহে রমজান ১৪৪২/ ২০২১ সাহরি ও ইফতার এর সময় সূচী ফ্রী ডাউনলোড। 



সাহরি ও ইফতারের নিয়ত / দোয়া। বাংলা এবং আরবিতে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। 
আসসালামু আলাইকুম  ।রমজান মাস প্রত্যেক মুমিন মুসলমান এর জন্য অত্যন্ত  গুরুত্বপূর্ণএকটি মাস।  এটি প্রত্যেক মুসলমান এর জন্য বড় একটা নেয়ামত। আসুন আমরা সবাই রমজান মাসের কাজ গুলো সঠিক ভাবে আদায় করি। 
   



হিজরি নবম মাস রমাদান । উর্দু, ফারসি, হিন্দি ও বাংলা উচ্চারণে হয় এটি রমজান।  রমজানে ক্ষুধা-তৃষ্ণায়, পাপ-তাপ পুড়ে ছাই হয়ে রোজাদার নিষ্পাপ হয়ে যায়..।  ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমান ভাই বোনদের  জন্য রমজানে রোজা পালন বাধ্যতামূলক। নিচে রোজা রাখা ও ইফতারের নিয়ত উল্লেখ করা হলো।

রোজা রাখার নিয়ত:আরবি তে ঃঃ

نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم

(নাওয়াইতু আন আছুমা গদাম মিং শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম)

অর্থ:"" হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।""

রোজার বাংলা নিয়তঃ ""হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ-এর ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা , সর্বজ্ঞাত""।




→ইফতারের দোয়া:


==(আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ'লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।)==

 বাংলা অর্থ: ""হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।""

ইফতারের বাংলা দোয়াঃ ""হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর "বিসমিল্লাহি ওয়া'আলা বারাকাতিল্লাহ" বলে ইফতার করা।""


মাহে রমজানের সাহরী ও ইফতারের সময়সূচি২০২০

আসসালামুআলাইকু। 
সবাইকে মাহে রমজানেরশুভেচ্ছা ও    অভিনন্দ। 
মাহে রমজানের সাহরী  ও ইফতারের সময়সূচি২০২০  




Sahrir somoy suci, eftarer somoy suci 2020, koto tarikhe roja suru hob..? Ajker sehrir sesh somoy kokhon.



Tag.
Sahrir somoy suci, eftarer somoy suci 2020, koto tarikhe roja suru hob..? Ajker sehrir sesh somoy kokhon.  

There are seven proven ways to accept prayers.. দোয়া কবোল হওয়ার পরীক্ষীত সাতটি উপায়




Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum. How are you my all friends ..? By the grace of Allah, everyone is much better. Brothers, we often feel that Allah is not accepting our prayers. Are our prayers really not allowed ..? And why or Allah does not accept our prayers, when and how to pray? Let the brothers know today 7 easy ways to accept prayers.



বাংলা ; বিসমিল্লাহির রাহমানির রাহিম । আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন..? আল্লাহর রহমতে সবাই অনেক ভালই আছেন। ভাইয়েরা আমাদের কাছে অনেক সময় মনে হয় আমাদের দোয়া গুলো আল্লাহ কবুল করতেছেন না। সত্যিই কি আামদের দোয়া গুলে কবুল হয়..? আর কেনই বা আল্লাহ আমদের দোয়া গুলো কবুল করে না,, কখন কিভাবে দোয়া করলে হবে? আসুন ভাইয়েরা আজকে জেনে নেয় দুয়া কবুল হওয়ার সহজ ৭ টি উপায়।






★★ // "" There are seven Amals or fields that have a 100% chance of being accepted. Here are some ways to look at ...



★★//""সাতটি আমল বা ক্ষেত্র রয়েছে যেগুলি করলে দুয়া কবুল হওয়ার সম্ভবনা ১০০ % থাকে। আসুৃন দেখে নিয় উপায় গুলো... :




1★★ If someone says after waking up in the morning,



১) ★★//"" সকালে ঘুম থেকে জাগার পর যদি কেউ বলে,



‎لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، رَبِّ اغْفِرْ لِي



উচ্চারন

★★//""(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহূ লা- শারীকালাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রব্বিগফিরলী)★★//""



Translation English

There is no deity except Allah, He has no partner; His is the kingdom, and His is the praise. And He has power over all things. Glory be to God! All praise is due to Allah. There is no god but Allah. God is the greatest. There is no way (to stay away from sinful deeds) and no power to (do good deeds) without the help of the sublime Allah. O Rabb! Forgive me



বাংলা অনুবাদ

★★//""- একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন★★//""



এরপর যদি অন্য যেকোনো দুয়া করে তবে তার দুয়া কবুল হবে।



Bukhari: Fathul Bari, 3/39, No. 1154. The commentary on the hadith is similar to that of Ibn Majah. See Sahih Ibn Majah: 2/335.]



[বুখারী: ফাতহুল বারী, ৩/৩৯, নং ১১৫৪। হাদীসের ভাষ্য ইবন মাজাহ এর অনুরূপ। দেখুন, সহীহ ইবন মাজাহ্‌: ২/৩৩৫।]*




2) If someone wants something in his mind or prays while reciting the prayers of Yunus (AS), his prayers will be accepted.



২) ইউনুস (আ:) এর দুয়া পড়তে পড়তে কেউ যদি মনে মনে কিছু চায় বা দুয়া করে তার দুয়া কবুল হবে।



‎لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ



উচ্চারণ ঃ
""(লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-য্ব-লিমীন)""



Translation English

""There is no deity except You, the Holy One, surely I am one of the wrongdoers.""



বাংলা অনুবাদ

- আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।



[Tirmidhi 5/529, No. 3505; Hakeem and he called it Sahih, Zahabi supported it, 1/505. See also Sahihut Tirmidhi, 3/16.]



[তিরমিযী ৫/৫২৯, নং ৩৫০৫; হাকেম এবং তিনি একে সহীহ বলেছেন, যাহাবী সেটা সমর্থন করেছেন, ১/৫০৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৬৮।]




3) If someone prays Azam in Isma, his prayer is accepted.



৩) ইসমে আযম পড়ে কেউ যদি দুয়া করে তার দুয়া কবুল হয়।



‎اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ



উচ্চারণ ঃ

(আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলা-হা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্না-নু, ইয়া বাদী‘আস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদী, ইয়া যালজালা-লি ওয়াল-ইকরা-ম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যূমু, ইন্নী আসআলুকাল্ জান্নাতা ওয়া আ‘ঊযু বিকা মিনান্না-র)



Translation Einglis..

- ""Ye allah ! I want you; Because, all praise is yours, there is no true Allah but you alone, you have no partner, unlimited benefactor; O creator of the heavens and the earth! O glorious and noble! O Ever-Living, O Everlasting-Owner! I ask you for Paradise and I seek refuge in Hell.



অনুবাদ বাংলা

*- হে আল্লাহ! আমি আপনার কাছে চাই; কারণ, সকল প্রশংসা আপনার, কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই, আপনার কোনো শরীক নেই, সীমাহীন অনুগ্রহকারী; হে আসমানসমূহ ও যমীনের অভিনব স্রষ্টা! হে মহিমাময় ও মহানুভব! হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী-সর্বসত্তার ধারক! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।*



[The hadith has been compiled by all the Sunan writers. Abu Dawud, No. 1495; Tirmizi, No. 3544; Ibn Majah, No. 3657; Nasai, No. 1299. See also Sahih Ibn Majah, 2/329.]



[হাদীসটি সুনানগ্রন্থকারগণ সকলে সংকলন করেছেন। আবূ দাউদ, নং ১৪৯৫; তিরমিযী, নং ৩৫৪৪; ইবন মাজাহ, নং ৩৮৫৮; নাসাঈ, নং ১২৯৯। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৩২৯।]




4) If someone reads this prayer after any danger, his prayer will be accepted.



৪) কেউ কোন বিপদে পরে যদি এই দুয়া পড়ে তবে তার দুয়া কবুল হবে।



‎إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا



উচ্চারণ

ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলীফ লী খইরম মিনহা (মুসলিম ২/৬৩২, নং



TRASLATION English We belong to Allah . And to Him we will return. O Allah! Reward me in my distress and replace me with something better than that.



Inna lilla-hi wa inna ilaihi raji’un. Alla-humma ajurni fi musibati wakhlif le khairam minha



(Muslim 2/632, No. 917.)



বাংলা অনুবাদ

আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন। ৯১৮।)




5) The person who remembers Allah more and more, if he prays after remembrance, his supplication is accepted.



৫) যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর যিকির করে, যিকিরের পর দুয়া করলে তার দুয়া কবুল হয়।




6) After reciting the Qur'an, if dua is accepted.



৬) কুরআন তিলাওয়াতের পর দুয়া করলে কবুল হয়।




7)When drinking Zamzam water. - Sheikh Ahmadullah



৭) জমজমের পানি পান করার সময়। - শাইখ আহমাদউল্লাহ





tag
দোয়া কবুল হওয়ার পরীক্ষীত ৭ টি আমল।
দুয়া কবুলের উত্তম সময়,  দোয়া কবুল করানোর শেষ্ঠ উপায় সমুহ,কোন কোন দুয়া কালাম পড়লে মনের আশা পূরন হয়,
There are seven proven ways to accept prayers7, periods tested to accept prayers.
 The best time to accept prayers, the last way to accept prayers, some prayers are fulfilled, the hope of the mind is fulfilled,

Islamic hd picture for facebook free download.

Bismillahir Rahmanir Rahim
Bangla new  islamic photos 2020



Islamic immage



Bangla islamic wellpepar   photos


ইসলামিক লেখা পিকচার।



ইসলামিক ছবি ফেসবুক এর জন্য।

ইসলামিক ছবি fb প্রোফাইলের।  













ইসলামিক এসএমএস লেখা ছবি পিকচার। Islamic sms picture photos, imege free downloa..


বিসমিল্লাহির রাহমানির রাহিম।  
আসসালামু আলাইকুৃম।     বন্ধরা সবাই কেমন আছেন..? আশা করি ভালই আছেন সবাই।  
যারা ইসলামের পথে চলতে ভালোবাসেন।  ইসলামিক কথা বলতে ভালো বাসেন। তাদের জন্য নিয়ে এলাম কিছু ইসলামিক এসএমএস লেখা ছবি।   আশা করি আপনাদের ভালো লাগবে...   


বাংলা ইসলামিক  sms



ছোট ছোট লেখা হাদিস এর ছবি/ পিকচার। 



কোরআনের বানী লেখা পিকচার  



বাস্তব জীবনেরsms  


Islamic picture hd  



Nice Islamicpicture download   


Islamic well pepar..  




রমজান মোবারকের শুভেচ্ছা বার্তা, এসএমএস, মেসেজ, লেখ পিকচার। BD ROMJAN MUBARAK SMS

বিসমিল্লাহির রাহমানির রাহিম । 
আসসালামু আলাইকুম  ।  সবাই কে রমজান মোবারকএর শুভেচ্ছা।  আশা করি সবাই ভালোই আছেন৷  আল্লাহ আমাদের সকল কে রমজানের ইবাদত গুলু সঠিক ভাবে পালন করার  তৌফিক দান  করোক আমিন। 

রমজানুল মোবারক  শুভেচ্ছা  বার্তা এসএমএস  পিকচার।          





1 ★ "" রমজান মাস গুনাহ মোচনের অন্যতম মাধ্যম"" ----আল হাদিস




2★ ""রোজা কিয়ামতের দিন রোজাদার মুমিন ব্যক্তির জন্য আল্লাহর কাছে শুপারিশকারী হবে"" ------ আল হাদিস




রমজানের লেখা পিকচার।  




3★ ""জানি পুলিশ করবে হামলা,হবে জেল মামলা জানি বুলেট পর্র্বে বুকে,তবুও মোরা দারাবো রুখে|দিবো লক্ষ প্রাণ,তবুও”কোরাআন”হোক সংবিধান ""




4★ ""'গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন--। জুম্মার সময় করবেনা লস, জুম্মার নামাজ গরীবদের যে হজ্জ!!!। জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। হেপ্পী জুম্মাহ মোবারক টু মাই অল ফ্রেন্ড।""



সেহরির খাওয়ার পরের  sms




5★ """রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুবর্ণ সুযোগ"" ----আল হাদিস




বন্ধুদের পাঠানোর রোজার মেসেজ লিখা ছবি

 

6★ "" রমযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান! আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান !""


রমাদান মোবারক শুভেচ্ছা মেসেজ,  ফেসবুক স্টেটাস।





7★ "" ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু না হয় ক্বাযা.. ফকীর নয় তারাবীর নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা!!! হেসে খেলে ভুল করে হায় পেওনা ভুলের কঠিন সাজা!


রোজার বাংলা হাদিস। 




8★ """বেশি বেশি দান করে ,দানের সওয়াব নিও তুলে তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দুলে।"""






9★ ওই দেখ! বন্ধু সকল.. ঐযে অমূল্য ধনের খনি আজকে কে নেবে বল হীরে,পান্না ,জহরত আর মণি পারো যদি নিতে নিজের করে,তবে হবে আখেরাতের ধনি হবে নাকি কেউ আখিরাতের ধনি?চাও নাকি কেউ অমূল্য ধনের খনি? রমজানুল মোবারক শুভেচ্ছা।







10★ এলো রে এলো... ওই মাহে রমজান মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান... পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান. জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ।।। রহমতেরই ডালি নিয়ে আসছে ওই!মাহে রমজান!